এই পরবাসে একজন ইমাম সাঈদের গল্প

শেয়ার করুন           আস সাঈদ মোহাম্মদ হাসান বিলাল মিশরের মানসুরিয়া সিটির দাকালিয়ার বাসিন্দা। আবুধবিতে মিনিস্ট্রি অফ ওয়াকাফ এর অধীনে একজন খতিব ও ইমাম।দীর্ঘ প্রায় আড়াই দশক ইমাম হিসেবে দায়িত্বরত রয়েছেন হাফেজ সাঈদ। ক্বারিদের ওস্তাদ হিসেবে দায়িত্ব পালন করেছেন মুশরিফের শেখ যায়েদ মসজিদ(বর্তমানের মারিয়াম মসজিদ) এর পেশ ইমাম থাকাকালে।ইমামদের পবিত্র কোরআন তালিম দেন তিনি। গত বছরের মাঝামাঝি সময় থেকে তিনি আমাদের পাড়ার আব্দুল্লাহ বিন মাজউন (রাঃ) মসজিদের পেশ ইমাম। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত আমাদের মসজিদটি আবুধাবির খালিফা স্ট্রীট এর মাশরেক ব্যাংকের পেছনে অবস্থিত এবং এটি সিটির ৪৪ নং মসজিদ। ঠিক যেদিন থেকে ইমামটি … Continue reading এই পরবাসে একজন ইমাম সাঈদের গল্প